• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২, ১৮ মুহররম ১৪৪৬

হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক, ভিডিও ভাইরাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৩:২২ পিএম
হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক, ভিডিও ভাইরাল
হেলমেটে সিসি ক্যামেরা লাগানো সতীশ চৌহান। ছবি : সংগৃহীত

ভারতের ইন্দোর শহরে প্রতিবেশীদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়া পর মাথায় হেলমেট লাগিয়ে তাতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে রাস্তায় বের হচ্ছেন সতীশ চৌহান নামের এক যুবক। সম্প্রতি তার এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভাইরাল’ হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফ্রি প্রেস জার্নাল।

সতীশ ইন্দোরের হিরানগর থানার গৌরীনগর এলাকার বাসিন্দা। 

ভাইরাল ওই ভিডিওতে সতীশ ইন্দোর জানান, তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে প্রতিবেশী বলিরাম চৌহান ও মুন্না চৌহানের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত বিরোধে জড়িত। এই দুই প্রতিবেশী তার সম্পত্তি দখল করতে চান এবং এ নিয়ে প্রতিদিনই তাদের সঙ্গে ঝগড়া হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছে যে, তিনি ও তার পরিবার নিজেদের জীবনের জন্য আতঙ্কিত হয়ে পড়েছেন।

সতীশের অভিযোগ, প্রতিবেশীরা বাড়িতে ঢুকে তাকে ও পরিবারের সদস্যদের মারধর করেছে। এমনকি বাড়িতে আগে থেকে লাগানো সিসিটিভি ক্যামেরাও তারা খুলে নিয়ে গেছে। এই পরিস্থিতিতে পুলিশের দ্বারস্থ হলেও কোনো সাহায্য পাননি। অভিযোগ, বারবার থানায় গিয়েও পুলিশ তার অভিযোগ নেয়নি বা কোনো নিরাপত্তা দেয়নি। এতসব ব্যর্থতার পর নিরাপত্তার স্বার্থে নিজেই উদ্যোগ নিয়ে হেলমেটে একটি সিসিটিভি ক্যামেরা বসিয়েছেন। যেকোনো অনিয়ম বা হামলার ঘটনা প্রমাণ করতে যেন ভিডিও থেকে তথ্য সংগ্রহ করা যায়, সেই উদ্দেশ্যে এই ব্যবস্থা নিয়েছেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!