• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ওমিক্রন রুখতে সতর্ক ভারত, দিল্লিতে নৈশকালীন কারফিউ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৪:২১ পিএম
ওমিক্রন রুখতে সতর্ক ভারত, দিল্লিতে নৈশকালীন কারফিউ

বড়দিন আর নতুন বছরে উদযাপন যেন করোনার সংক্রমণ বাড়াতে না পারে সেই লক্ষ্যে অনেক দেশই সতর্ক অবস্থান নিয়েছে। ইউরোপের পর এবার দক্ষিণ এশিয়াতেও একই পথে হাঁটছে দেশগুলো।

হিন্দুস্তান টাইমস জানায়, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২৯০ জন করোনা আক্রান্ত হওয়ার পর রাজধানীতে নতুন স্বাস্থ্যবিধি আরোপ করেছে কর্তৃপক্ষ। ২৭ ডিসেম্বর থেকে রাজধানী রাতের কারফিউ জারি করেছে রাজ্য সরকার।

দিল্লির সরকারের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন স্বাস্থ্যবিধি অনুযায়ী নববর্ষের শুরুতে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এমন কার্ফু জারি থাকবে। এছাড়াও রেস্তোরাঁ, পানশালা, আর বিনোদন কেন্দ্রে ৫০ শতাংশ উপস্থিতি ও বিয়সহ সামাজিক অনুষ্ঠানে ২০০ জনের বেশি উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকেও একটি স্থানীয়ভাবে করোনাবিধি কার্যকরের নির্দেশ দেয় ভারতের কেন্দ্র সরকার। পরিস্থিতির মূল্যায়নের ভিত্তিতে যথাযথ পরিকাঠামো প্রস্তুত ও কোভিড নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয় জেলা প্রশাসনগুলোকেও।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাসের নতুন রূপ ওমিক্রনের হুমকির ঠেকাতেই স্থানীয় ও জেলাস্তরে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করা হচ্ছে। উৎবের সময় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিধিনিষেধ আরোপের নির্দেশ দেওয়া হয়েছে।

Link copied!