• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

যুক্তরাষ্ট্র চাইলে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের সংঘাত বন্ধ করতে পারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৩, ০৪:৫৮ পিএম
যুক্তরাষ্ট্র চাইলে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের সংঘাত বন্ধ করতে পারে

যুক্তরাষ্ট্র চাইলে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের সংঘাত বন্ধ করতে পারে। কিন্তু তারা এই সংঘাত বন্ধ করতে চায়নি বরং এই যুদ্ধ অব্যাহত রাখতে চেয়েছে। তবে কেন তারা এই সংঘাত অব্যাহত রেখেছে দেশটির কাছে তার কোনো ব্যাখ্যা নেই। নেই বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।

শুক্রবার (১৪ জুলাই) তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলন শেষে দেশে ফেরার পর আজ (শুক্রবার) সকালে কোসাথ রেডিও তার সাক্ষাৎকার গ্রহণ করে।

ভিক্টর অরবান একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “যদি ওয়াশিংটন ইচ্ছা করে তাহলে এক মুহূর্তের নোটিশে এই যুদ্ধ বন্ধ করতে পারে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন সম্পূর্ণভাবে পাশ্চাত্যের ওপর নির্ভরশীল।”

ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্যপদ দেওয়ার ব্যাপারে নানামুখী জল্পনা থাকলেও শেষ পর্যন্ত বেশিরভাগ সদস্যদেশ কিয়েভকে সদস্য পদ দিতে অস্বীকার করে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বর্তমানে যে যুদ্ধ চলছে সে ব্যাপারে হাঙ্গেরি বরাবর পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করে আসছে।

অরবান আজকের সাক্ষাৎকারে আরও বলেছেন, চলমান সংঘাতের মধ্যে ইউক্রেন তার সত্যিকারের সার্বভৌমত্ব হারিয়েছে।

Link copied!