• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

সংসদের মসজিদ থেকে এমপিদের ২০ জোড়া জুতা চুরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ০১:৪৭ পিএম
সংসদের মসজিদ থেকে এমপিদের ২০ জোড়া জুতা চুরি
প্রতীকী ছবি

পাকিস্তানের জাতীয় সংসদ প্রাঙ্গণের মসজিদ থেকে ২০ জোড়া জুতা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ এপ্রিল) জুমার নামাজ চলাকালে এ ঘটনা ঘটে। নামাজ শেষে সংসদ সদস্য, সাংবাদিক, সংসদের কর্মকর্তারা দেখেন তাদের জুতা নেই সেখানে। পরে খালি পায়ে যার যার কর্মস্থলে যান তারা। সংসদ ভবনে জুতা চুরির এ ঘটনা সমালোচনার জন্ম দিয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদে জুমার নামাজ পড়েন সংসদ সদস্য, সাংবাদিক, সংসদের কর্মকর্তারা। কিন্তু নামাজ চলাকালীন অন্তত ২০ জোড়া জুতা চুরি হয়ে যায়। সংসদের নিরাপত্তা ভেদ করেই জুতা চুরির এ ঘটনা নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। জুতা না পেয়ে খালি পায়ে যার যার কর্মস্থলে যোগ দেন।


এ ঘটনা শোনার পরপরই হস্তক্ষেপ করেন জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি এ ঘটনায় একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। 
সূত্রের বরাতে ট্রিবিউন জানিয়েছে, এ এলাকায় দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন না। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এদিকে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র হাস্যরসের জন্ম দিয়েছে।

 

Link copied!