• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

ব্রিটেনে জোরালো হচ্ছে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ০১:৪৫ পিএম
ব্রিটেনে জোরালো হচ্ছে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর থেকেই রাজতন্ত্রের বিরুদ্ধে ও মুক্তচিন্তার স্বাধীনতার দাবিতে দেশটিতে নতুন করে প্রতিবাদ শুরু করেছেন অনেকে। সাম্প্রতিক দিনগুলোতে কয়েকটি রাজ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

স্কটল্যান্ডের পুলিশ জানায়, রানির মৃত্যুর পর তারা দুইজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। অক্সফোর্ডেও গ্রেপ্তার হন একজন। পরে তাকে ছেড়ে দেয়া হয়।

বিবিসি জানায়, রানির মৃত্যুর পরের বিভিন্ন অনুষ্ঠানে ও চার্লসের আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণার সময় আটকের ঘটনা ঘটেছে।

রবিবার রাজা চার্লসকে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আসীন করার সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২২ বছর বয়সী এক নারীকে আটক করা হয়। যদিও পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

সোমবার রাজা তৃতীয় চার্লস ওয়েস্টমিনস্টার হলে আসার আগে এক ব্যক্তি ‘নট মাই কিং’, অর্থাৎ ‘এই ব্যক্তি আমার রাজা নন’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। পরে পুলিশ তাকে সরিয়ে নিয়ে যায়।

এদিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলছে, “জনগণের প্রতিবাদ করার অধিকার আছে।” তবে সেখানে আগামী এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানে মানুষের ঢল ও বিক্ষোভ সামলাতে বিপুল পুলিশ ও দেড় হাজার সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে বিক্ষোভকারীদের আটক করার ঘটনা ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন আন্দোলনকারীরা। মানবাধিকার সংগঠনগুলো পুলিশের ক্ষমতা ব্যবহার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও ক্ষোভ জানিয়েছে।

 

Link copied!