• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

জেদ্দায় সৌদি যুবরাজ-জাপানি প্রধানমন্ত্রীর বৈঠক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ১২:৫৯ পিএম
জেদ্দায় সৌদি যুবরাজ-জাপানি প্রধানমন্ত্রীর বৈঠক

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রোববার সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন। সেখানে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল-সালাম প্রাসাদে তাকে অভ্যর্থনা জানান। এরপর উভয় দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির উপায় এবং সৌদি-জাপান ভিশন ২০৩০ শক্তিশালী করার উপায় নিয়ে তারা আলোচনা করেন।

সোমবার (১৭ জুলাই) সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, যুবরাজ মোহাম্মাদ বিন সালমান ও প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার মধ্যে এ বৈঠক রোববার জেদ্দায় অনুষ্ঠিত হয়।

সালমান ও কিশিদা বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা এবং তা নিরসনে বিষয়ে মতবিনিময় করেন। পরে কিশিদার সঙ্গে আসা জাপানী ব্যবসায়ী নেতৃত্ববৃন্দের সঙ্গেও বৈঠক করেন যুবরাজ সালমান।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বিশেষ করে সৌদি-জাপান অর্থনৈতিক, বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তারা কথা বলেছেন।

২০১৬ সালে সৌদি জাপান ভিশন ২০৩০ স্বাক্ষরিত হয়। যুবরাজ সালমান ও তৎকালীন জাপানী প্রধানমন্ত্রী শিনজো আবে এটি স্বাক্ষর করেন। এর লক্ষ্য হলো, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা।

Link copied!