• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশের ‘জনসংখ্যা পরিকল্পনার’ প্রশংসা পাকিস্তানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৩, ০৪:৪৩ পিএম
বাংলাদেশের ‘জনসংখ্যা পরিকল্পনার’ প্রশংসা পাকিস্তানের

বাংলাদেশের সফল পরিবার পরিকল্পনা কর্মসূচির প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল।

তিনি বলেছেন, গত ১০ বছরে বাংলাদেশের মতো জন্মহার নিয়ন্ত্রণে রাখতে পারলে তার দেশের জিডিপি প্রবৃদ্ধি ১৫ শতাংশের বেশি থাকতো। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

শনিবার (৪ মার্চ) করাচিতে একটি অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন মিফতাহ।

মিফতাহ ইসমাইল বলেন, “বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো সঠিক পরিকল্পনার কারণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।”

পাকিস্তানের অর্থনীতির অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “২০১০ সাল থেকে প্রাদেশিক ব্যয় ৬ শতাংশ বৃদ্ধি পেলেও, ব্যয় বৃদ্ধির কারণ জানার কেউ নেই। যখনই এ বিষয়ে আলোচনা হয় তখনই একটি নির্দিষ্ট মহল এর সমালোচনা করতে এগিয়ে আসে। বাংলাদেশ, তুরস্ক ও মিশরের মতো দেশ জনসংখ্যা পরিকল্পনা করেছে, কিন্তু আমরা তা করিনি। আজ আমরা এর মধ্যে আটকা পড়েছি, কীভাবে এই বিপর্যয় কাটিয়ে উঠব? এর অন্যতম কারণ হয়তো এটাই যে প্রতিবছর পাকিস্তানে রেকর্ড ৫৫ লাখ শিশু ভূমিষ্ঠ হচ্ছে।”

তবে পাকিস্তান শিশু মৃত্যুর হারে বিশ্বে দ্বিতীয় উল্লেখ করে তিনি দুঃখও প্রকাশ করেন।

তিনি আরও বলেন, “এখনই জনসংখ্যা পরিকল্পনায় মনোযোগ না দেওয়া হলে আর কবে সে উদ্যোগ নেওয়া হবে।”

দেশটির বর্তমান অর্থনৈতিক সঙ্কটের জন্য মূলত “জনসংখ্যা পরিকল্পনার” অভাবকে দায়ী করেছেন তিনি।

Link copied!