• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

গত বছর ইউরোপে আশ্রয় চেয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১, ২০২৪, ০২:৫৪ পিএম
গত বছর ইউরোপে আশ্রয় চেয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি
ইউরোপীয় ইউনিয়নের পতাকা। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে ২০২৩ সালে ৪০ হাজারের বেশি বাংলাদেশি আশ্রয়ের জন্য আবেদন করেছেন। তবে সব মিলিয়ে ইউরোপে আশ্রয় চেয়েছেন ১১ লাখ ৪০ হাজার মানুষ। যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি।

বুধবার অভিবাসীদের আশ্রয়বিষয়ক ইইউ সংস্থা ইইউএএ এ তথ্য প্রকাশ করেছে।

ইইউএএর তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয়ের জন্য ২০২৩ সালে সবচেয়ে বেশি আবেদন করেছেন সিরিয়া ও আফগানিস্তানের নাগরিকেরা। এরপরই রয়েছেন তুরস্কের নাগরিকেরা। আগের বছরের তুলনায় দেশটির ৮২ শতাংশ বেশি নাগরিক ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয়ের আবেদন করেছেন।

গত বছরে আবেদনকারীদের মধ্যে বড় একটি অংশ বাংলাদেশি। ইইউএএ বলছে, ২০২৩ সালে ৪০ হাজার ৩৩২ জন ইউরোপীয় ইউনিয়নের আশ্রয়ের আবেদন করেছেন। আগের বছর আবেদন করেছিলেন ৩৩ হাজার ৭৩১ জন। দেখা গেছে, ২০২০ সাল থেকে বাংলাদেশিদের আবেদনের সংখ্যা ক্রমেই বেড়েছে।

Link copied!