ইসরায়েলের বিমানঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর এলাকাটিতে আগুন জ্বলতে দেখা গেছে।
বুধবার (১৮ জুন) ভোরের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি এলাকায় আঘাত হানে।
ইরানের ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ফারস নিউজ এজেন্সির তথ্যমতে, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল ইসরায়েলের মেরন বিমানঘাঁটি। এটি ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত। তবে ইসরায়েলের এই বিমানঘাঁটিতে আসলেই ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
যুদ্ধকালীন সময়ে ইসরায়েলে সামরিক ‘সেন্সরশিপ’ চলমান রয়েছে। বিশেষ করে সংবেদনশীল সামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটলে, সে বিষয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের অনুমতি দেওয়া হয় না।






































