• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

দুর্নীতির মামলায় ইমরানের জামিনের মেয়াদ ৩ দিন বাড়ল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩১, ২০২৩, ০৬:১৪ পিএম
দুর্নীতির মামলায় ইমরানের জামিনের মেয়াদ ৩ দিন বাড়ল

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মালায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জামিন আগামী ২ জুন পর্যন্ত বাড়িয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। বুধবার ১৯০ মিলিয়ন পাউন্ড নিষ্পত্তির মামলায় আদালত তার অন্তর্বর্তী জামিন বাড়ায়। এছাড়া আদালত ১৪৪ ধারা লঙ্ঘন সংক্রান্ত পৃথক মামলায় জামিন আবেদনের মেয়াদ ১০ দিন বাড়িয়েছে।

বুধবার (৩১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের জামিন ৩ দিনের জন্য বাড়িয়েছে আইএইচসি। আদালত তাকে এই সময়ের মধ্যে জবাবদিহি আদালতে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর আগে আদালত ‘আল কাদির ট্রাস্ট’ মামলায় ৩১ মে পর্যন্ত ইমরানের খানের জামিন মঞ্জুর করেছিল।

এর আগে একই মামলায় তার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য তিনি তার স্ত্রী বুশরা বিবিকে নিয়ে ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সের ভিতরে উপস্থিত একটি জবাবদিহি আদালতে যান। আদালত সাবকে ফার্স্ট লেডির আবেদন নিষ্পত্তি করে তাকে চলে যাওয়ার অনুমতি দেয়।

এর আগে গত ৯ মে ওই মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। আইএইচসি প্রাঙ্গণ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যা দেশজুড়ে সহিংস বিক্ষোভের সূত্রপাত করে। পরবর্তীতে তিন দিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন তিনি।

এছাড়া গত ২৩ মে সহিংসতা-সংক্রান্ত ৮ মামলায় ৮ জুন পর্যন্ত জামিন পেয়েছিলেন তিনি। ইসলামাবাদ সন্ত্রাসবাদবিরোধী আদালত (এটিসি) ইমরানকে এ জামিন মঞ্জুর করেছিল।

Link copied!