• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
দুর্নীতি মামলা

ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০২:৩৪ পিএম
ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড
ইমরান খান, ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার (৫ আগস্ট) ইমরানের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। সেই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক কোটি রুপি জরিমানাও করা হয়েছে।

জানা গেছে, অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক হুমায়ুন দিলাওয়ার আজকের শুনানিতে রায় দিয়েছেন। বিচারক বলেছেন, “ইমরান খান ইচ্ছাকৃতভাবে তোশাখানার উপহার নিয়ে নির্বাচন কমিশনকে মিথ্যা তথ্য দিয়েছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি করার প্রমাণ পাওয়া গেছে।”

এদিকে রায় ঘোষণার সময় ইমরান খান ও তার আইনজীবী কেউই আদালতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

 

Link copied!