পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ‘ব্যাট’ প্রতীক বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।
ইমরান খান তার গঠিত দল পিটিআইয়ের প্রতীক হিসেবে ‘ব্যাট’ ব্যবহার করেন। এর মাধ্যমে তিনি তার খেলোয়াড় জীবনকে ফুটিয়ে তোলেন।
নির্বাচন কমিশনের প্রধান সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ইসিপি বেঞ্চ পিটিআইয়ের প্রতীক বাতিলের পাশাপাশি দলটির অভ্যন্তরীণ নির্বাচনকেও বেআইনি হিসেবে ঘোষণা করেছেন।
পিটিআইয়ের সাবেক সদস্য আকবর এস বাবরের আবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে। পিটিআই নিয়ম মেনে নির্বাচন করেনি বলে দাবি করেছিলেন আকবর। নির্বাচন কমিশনের প্রতীক বাতিলের এ সিদ্ধান্তকে পিটিআইয়ের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
দলটি আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে দলটির প্রতিষ্ঠাতা ইমরান খান কয়েক মাস ধরে কারাবন্দি। খুব তাড়াতাড়ি তার মুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলে ধারণা হচ্ছে।
নির্বাচন কমিশনের আদেশে বলা হয়, পিটিআই তাদের নির্দেশনা মেনে চলেনি। তারা নির্বাচনী আইন-২০১৭ ও নির্বাচনী বিধিমালা-২০১৭ অনুযায়ী অভ্যন্তরীণ নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের মতে, দলের অভ্যন্তরীণ নির্বাচনকে বেআইনি ঘোষণা করায় ব্যারিস্টার গহর আলী খান পিটিআইয়ের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পাল করবেন না। ইমরান খানের পরিবর্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
রাজনৈতিক বিশ্লেষক মাজহার আব্বাস জিও টিভিকে বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ নির্বাচনকে কখনো বেআইনি বলে ঘোষণা করেনি। পিটিআইকে চাপে ফেলা হয়েছে বলে মনে করেন তিনি।





































