১৬ আগস্ট শপথ নেয় আফগানিস্তানের তালেবান সরকারের মন্ত্রিপরিষদ। তবে সরকার গঠনের মাত্র পাঁচ দিনের মধ্যেই নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছেন তালেবান নেতারা।
রাজধানী কাবুলের প্রেসিডেন্ট ভবনে তালেবানের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে বলে জানায় বিবিসি।
দলীয় সূত্রের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পদ নিয়ে তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার ও মন্ত্রিসভার অপর সদস্যদের মধ্যে বিবাদ হয়েছে। যদিও এ ঘটনা অস্বীকার করেছে তালেবান।
যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনাদের প্রতাহারে কার ভূমিকা বেশি ছিল, কারা বেশি কাজ করেছেন, আর নতুন মন্ত্রিসভায় কীভাবে ক্ষমতা ভাগ হয়েছে, তা নিয়ে বিবাদে জড়ান তালেবানের নেতাকর্মীরা।
তালেবান নেতা মোল্লা আবদুল গনি বারাদার কয়েক দিন ধরে দলের সঙ্গে না থাকায় এই বিরোধ আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রীর পদ দেওয়া নিয়েও অন্তর্কোন্দল রয়েছে বলে জানা গেছে।
গত সপ্তাহে দলের সহপ্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে রাষ্ট্রপ্রধান করে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান। তবে এখনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি এই প্রশাসন।