• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বিচারপতির পরিকল্পনায় প্রেসিডেন্টকে হত্যা?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০২:৫৯ পিএম
বিচারপতির পরিকল্পনায় প্রেসিডেন্টকে হত্যা?

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসির হত্যাকাণ্ড নিয়ে ক্রমেই বাড়ছে অস্পষ্টতা। ৭ জুলাই নিজ বাসভবনে বন্দুকধারীর হামলায় প্রেসিডেন্ট নিহত হওয়ার পর দেশজুড়ে অভিযান চালিয়ে কয়েকজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ।

তবে এবার নতুন তথ্য পেয়েছে তদন্ত কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে সন্দেহভাজনরা জানান, মইসির হত্যায় জড়িত ছিলেন দেশটির সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারক। জুলাইয়ের শুরুতে কলম্বিয়ান ভাড়াটে খুনিদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বিচারপতি ইনডেনলে কক-থেলট।

রয়টার্স জানায়, ক্ষমতায় আসার মইসি তাকে অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগে তিন বিচারপতিকে বরখাস্ত করেন। থেলট তাদেরই একজন।

মইসি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এরই মধ্যে থেলটের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একইসঙ্গে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে আরও এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে হাইতির ক্ষমতা গ্রহণ করেন জোভেনেল মইসি। ৭ জুলাই প্রেসিডেন্ট ভবনে হামলায় নিহত হন তিনি। এসময় আহত হন তার স্ত্রী মার্টিন মইসি। 

৫৩ বছর বয়সী এই প্রেসিডেন্টের হত্যাকাণ্ডের পর দরিদ্র দেশটিতে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে।

Link copied!