তালেবানের হাতে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় দেশ ছাড়তে শুরু করেছে বিদেশী, কূটনীতিকসহ আফগানিস্তানের প্রচুর বেসামরিক লোকজন।
প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানায়, আফগানিস্তান ছেড়ে যাওয়ার চেষ্টায় শত শত মানুষ কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের ফুটেজে বিমানে যাত্রীদের হুড়মুড়িয়ে বিমানে উঠতে দেখা যায়। বিবিসি আরও জানায়, এসময় যাত্রীদের ছত্রভঙ্গ করতে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণে থাকা মার্কিন সেনাদের ফাঁকা গুলি ছুড়তেও দেখা গেছে।
বিমানবন্দরে অন্তত দুজন বেসামরিক লোক নিহত হয়েছে জানিয়েছে বিবিসি। যদিও আল-জাজিরা জানায় প্রত্যক্ষদর্শীরা পাঁচজনের মরদেহ দেখছেন।
এছাড়াও বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান তিনি পাঁচজনের লাশ একটি গাড়িতে নিয়ে যেতে দেখেছেন। তবে হতাহতরা গুলিবিদ্ধ হয়ে নাকি ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন তা স্পষ্ট নয়।
রোববার তালেবান বিদ্রোহীরা রাজধানী কাবুলে প্রবেশের পর দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গনি। বিজয়ী তালেবান যোদ্ধাদের সোমবার কাবুলের রাস্তায় টহল দিতে দেখা যায়।
তালেবান শাসন থেকে পালাতে অনেকেই শহর ছাড়তে চেষ্টা করছে। এদের মধ্যে কূটনীতিক, স্থানীয় ও বিদেশী নাগরিক ও আফগান সরকারের কর্মকর্তাও রয়েছে। যাত্রীদের চাপ নিতে হিমশিম খাচ্ছে বিমানগুলো।