• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬
উত্তর কোরিয়া

অর্থ-খাদ্য সঙ্কটেও থেমে নেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৬:২৭ পিএম
অর্থ-খাদ্য সঙ্কটেও থেমে নেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা

নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এটি জাপানের লক্ষ্যবস্তুতে আঘাত করতেও সক্ষম বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বার্তা সংস্থা কেসিএনএর বরাতে বিবিসি জানায়, নতুন মিসাইলটি পরীক্ষামূলকভাবে ১ হাজার ৫০০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়েছে। করোনার প্রকোপে দেশজুড়ে তীব্র অর্থনৈতিক ও খাদ্য সঙ্কটের মাঝেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।

শনি ও রবিবার নতুন ক্ষেপণাস্ত্রের দুটির পরীক্ষা চালানো হয়। দুটি পরীক্ষাতেই লক্ষ্যবস্তু ভেদ করতে সক্ষম হয় দেশটি।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের ছবিতে একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে ক্রুজ মিসাইল ছুঁড়তে দেখা যায়। কৌশলগত এই ক্ষেপণাস্ত্রের গুরুত্ব ‘অপরিসীম’ বলে উল্লেখ করে কেসিএনএ। কেননা দেশটির পরমাণু অস্ত্র বহনে সক্ষম প্রথম বড় পাল্লার মিসাইল এটি।

তবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। এসব ক্ষেপণাস্ত্র আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করেছে তারা।

Link copied!