• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শাশুড়িকে ভয় বা অপছন্দ করা একধরনের মানসিক রোগ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২১, ০১:৩৬ পিএম
শাশুড়িকে ভয় বা অপছন্দ করা একধরনের মানসিক রোগ!

শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্কে নানা রকমফের আমাদের চোখে পড়ে। সম্পর্কের টানাপোড়েন যেন লেগেই থাকে। যদিও সবার ক্ষেত্রে এমনটি হয় না। তবে অনেকের ঘরেই শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে একটা বৈরিতা দেখা দেয়।

আবার অনেক পুত্রবধূ শাশুড়িকে দেখলেই ভয় পান, রেগে ওঠেন বা অপছন্দ করেন। তবে এ ভয় ও অপছন্দ করা স্বাভাবিক বিষয় নয়। বিশেষজ্ঞরা বলছেন এটি হতে পারে একধরনের ফোবিয়া। আর এই ফোবিয়া হলো একধরনের মানসিক রোগ বা ব্যাধি। গবেষণা এ ধরনের ফোবিয়াকে বলছে ‘পেনথেরাফোবিয়া’।

গ্রিক ভাষায় ‘পেনথেরা’ অর্থ হলো শাশুড়ি। আর ‘ফোবিয়া’ হলো ভয়। শাশুড়িকে দেখে ভয় পাওয়া কিংবা অপছন্দ করার বিষয়টি পেনথেরাফোবিয়া হিসেব চিহ্নিত করা হয়।

পেনথেরাফোবিয়ার লক্ষণগুলো

  • শাশুড়িকে দেখলেই আতঙ্কিত হয়ে পড়া।
  • ঘাম ঝরতে থাকে।
  • কারও আবার রক্তচাপ বেড়ে যায়।
  • বমিভাব, গা গোলানো, কাঁপুনি, পেট ব্যথা হয় অনেকের।
  • ফোবিয়া অতিরিক্ত অনেকেই হলে শাশুড়ির উপস্থিতিতে কথাও বলতে পারেন না।
  • অজ্ঞান বা মাথা ঘোরা অনুভব করা।
  • শ্বাসরুদ্ধকর অনুভূতি।
  • শাশুড়ির সঙ্গে দেখা করা বা কথা না বলা।

পেনথেরাফোবিয়ার ঝুঁকিগুলো

  • এই ফোবিয়ার কারণে মানসিক চাপ অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায়।
  • উদ্বেগ বাড়তে থাকে।
  • অনেক ক্ষেত্রে তাদের মধ্যে নিজেদের সামাজিক মেলামেশা থেকে বিরত রাখার প্রবণতা তৈরি হয়।
  • ব্যক্তি লাজুক হয়ে যায়।
  • আত্মকেন্দ্রিক হতে শুরু করে।

আপনি কিংবা পরিচিত কারও যদি এমন সমস্যা থাকে তাহলে অবশ্যই মনোবিদের পরামর্শ নিন। সে ক্ষেত্রে এ ধরনের ফোবিয়া থেকে দ্রুত মুক্তি মিলবে। চিকিৎসকদের মতে সময়মতো সঠিক পরামর্শে যেকোনো ধরনের ফোবিয়াই নিরাময়যোগ্য। এজন্য সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা করা জরুরি।

সূত্র: ফিয়ার অব ডট নেট

Link copied!