• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

হঠাৎ নখে আঘাত পেলে কী করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ০২:১০ পিএম
হঠাৎ নখে আঘাত পেলে কী করবেন
আঘাতপ্রাপ্ত জায়গাটিকে সংক্রমণমুক্ত রাখতে হবে। ছবি : সংগৃহীত

নখের আঘাত খুব যন্ত্রণাদায়ক হয়। যেকোনো কারণে হাতের বা পায়ের নখে আঘাত লাগতে পারে। আর আঘাতের ফলে নখের নিচের অংশে রক্ত জমাট বেঁধে যায়। কালশিটে দাগ পড়ে। এবং অবিরত ব্যথা হতে থাকে। 

চিকিৎসকরা বলছেন, অনেক সময় এক্ষেত্রে ইনফেকশন হয়ে যেতে পারে। জ্বর হতে পারে। এ অবস্থায় প্রাথমিকভাবে যা করবেন তা হলো, আঘাতের ফলে নখে ক্ষত তৈরি হলে তাতে নানাভাবে জীবাণুর সংক্রমণ হয়। 

তাই জায়গাটিকে সবার আগে সংক্রমণমুক্ত রাখতে হবে। সে জন্য ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে ক্ষতস্থানটি ধুয়ে ফেলুন। সম্ভব হলে হেক্সিসল ব্যবহার করুন। ব্যথা কমানোর জন্য আইস থেরাপি দিতে আরাম পাওয়া যাবে। আইস ব্যাগ ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো। 

যদি তা না থাকে তাহলে পলিথিনে বরফ নিয়ে আঘাতের জায়গায় হালকাভাবে ঘষুন। বরফ যন্ত্রণা কমানোর পাশাপাশি রক্তপাত বন্ধ করবে। এ ছাড়া ফুলে যাওয়া কমাতেও আইস থেরাপি কার্যকরী। আইস থেরাপিতে যন্ত্রণা না কমলে গরম সেঁক দিতে পারেন। 

আঘাতপ্রাপ্ত নখটি থেকে যদি রক্তপাত হয় তাহলে সেটি ব্যান্ডেজ করে রাখুন। এসব ক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

Link copied!