• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

বনানীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৪, ২০২৪, ১১:২৬ এএম
বনানীতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, দীর্ঘ যানজট
কারখানা বন্ধের প্রতিবাদে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ। ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীতে কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাকশ্রমিকরা। রাস্তা অবরোধের ফলে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই যানজটের কারণে সাধারণ মানুষকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।

শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু করে পোশাকশ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, শ্রমিকদের না জানিয়ে বিনা নোটিশে বনানীর অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেড গার্মেন্টস বন্ধ করে দেওয়ায় সড়কে নেমে অবস্থান নিয়েছে প্রায় চারশ পোশাকশ্রমিক। সকাল সাড়ে ৮টার দিকে তারা এই অবস্থান নেয়। এতে করে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা গার্মেন্টসটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ঘটনাস্থলে এলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করবে। সড়ক স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে।”

Link copied!