• ঢাকা
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

প্রেমে ব্যর্থ হলে শরীরে কী কী সমস্যা হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০৬:১১ পিএম
প্রেমে ব্যর্থ হলে শরীরে কী কী সমস্যা হয়

প্রেম শুধু মানসিকভাবেই দুর্বল করে দেয় না। এটি শরীরের ওপরও প্রভাব ফেলে। প্রেমে পড়লে যেমন ভালো অনুভূতি হয়। তেমনি প্রেমের ভাঙনে মনের অবস্থাও বেহাল থাকে। এটি মানসিক যন্ত্রণার পাশাপাশি শারীরিক বিভিন্ন সমস্যা চড়াও করে উঠে। এমন পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়া প্রয়োজন। কারণ এই সময় শারীরিক সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হতে পারে। প্রেম ভাঙনে শরীরে যেসব ঝুঁকি থাকে চলুন জেনে আসি।

হতাশা ও দুশ্চিন্তা

প্রেম ভেঙে গেলে মস্তিষ্কের বিভিন্ন অংশ অত্যন্ত উত্তেজিত হয়। এগুলোতে পরস্পর সংঘর্ষ হয়। মস্তিষ্কের আবেগতাড়িত অনুভূতি নিয়ন্ত্রণকারী অংশ, অতীত অভিজ্ঞতা থেকে কিছু শেখা নিয়ন্ত্রণকারী অংশ উত্তেজিত হয়। ফলে দুশ্চিন্তা ও হতাশায় পড়তে হয়।

শরীর ব্যথা

প্রেম ভেঙে গেলে শরীরের ব্যথাও অনুভূত হয়। যেমন মাথা ব্যথা, পেটে ব্যথা বেড়ে যেতে পারে। আবার অনেকের ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়ার মতো সমস্যা অনুভত হয়।

বমিভাব

প্রেম ভেঙে গেলে অনেকের মানসিক কষ্ট থেকে বমিভাব হয়। এটি মস্তিষ্কে অতিরিক্ত উত্তেজনা হয়। এতে শরীর চাপসৃষ্টিকারী হরমোন নির্গত হতে পারে। করটিসল এবং অ্যাড্রেনালিন নামক হরমোন নির্গত হয়। তাই বমিভাব হতে পারে। আবার শ্বাসকষ্টের সমস্যাও হয়।

মস্তিষ্কে আঘাত

গবেষণায় দেখা গেছে, প্রেমের পুরোনো স্মৃতিগুলো মস্তিষ্কে সঞ্চয় থাকে। স্মৃতির পরিমাণ যত বেশি, প্রেম ভাঙনের পর তত বেশি কষ্ট হয়। এতে মস্তিষ্কের ভেতরের আঘাতও বাড়ে। মস্তিষ্কে দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে। তীব্র মানসিক কষ্ট হয়।

স্ট্রোক হতে পারে

প্রেম ভেঙে গেলে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের মতো স্বাস্থ্য ঝুঁকি থাকে। মানসিক চাপ বেড়ে গেলে রক্তচাপ বেড়ে যায়। এতে স্ট্রোকের ভয় থাকে।

 

সূত্র : বাস্টল

Link copied!