• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

প্রস্রাব দেখে বুঝে নিন কিডনির সমস্যা আছে কি না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০৩:২৭ পিএম
প্রস্রাব দেখে বুঝে নিন কিডনির সমস্যা আছে কি না

কিডনি মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। এটির কোনো সমস্যা হলে তার প্রভাব পড়ে সারা শরীরে। এমনকি মৃত্যুঝুঁকিও থাকতে পারে। কিডনির সমস্যা হলে প্রাথমিকভাবে প্রস্রাবের কিছু ধরন দেখে বোঝা যায়। এ ছাড়া অন্যান্য উপসর্গগুলো বেশ মৃদু হয়। ফলে রোগী টেরই পান না যে তিনি কিডনির রোগে ভুগছেন। তবে সব সময় ক্লান্ত লাগা, অনিদ্রা, ত্বকের নানা ধরনের সমস্যা, ঘা হওয়া, হাড়ের সমস্যা এমনকি পা ফুলে যাওয়াও কিডনির অসুখের অন্যতম লক্ষণ হতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক, কিডনির সমস্যা হলে প্রস্রাবে কী কী ধরনের জটিলতার সৃষ্টি হয়।

বারবার প্রস্রাব হওয়া

  • প্রস্রাব ক্লিয়ার না হওয়া
  • রাতে বারবার প্রস্রাবের জন্য জাগা
  • প্রস্রাবের সঙ্গে পুঁজ ও রক্ত 
  • প্রস্রাবে ফেনা হওয়া
  • পাথরের গুঁড়া বের হওয়া বা
  • তলপেটে ও পাঁজরে ব্যথা।

বিশেষজ্ঞদের মতে, এমন যেকোনো সমস্যা হলেই দ্রুত ইউরোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। মনে রাখতে হবে, প্রস্রাবের সমস্যা খুব কম হওয়া বা খুব বেশি হওয়া দুটোই কিডনি সমস্যার লক্ষণ।

Link copied!