• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

করোনা টিকা গ্রহণে পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হয় কম বয়সীদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:০৫ এএম
করোনা টিকা গ্রহণে পার্শ্বপ্রতিক্রিয়া বেশি হয় কম বয়সীদের

করোনা টিকা নেওয়ার পর কম বসয়ীদের মধ্যেই পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে এই তথ্য। খবর আজতাক।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিভিন্ন গবেষণার পর দেখা গিয়েছে কমবয়সীদের শরীরে টিকা নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা যাচ্ছে। যেমন জ্বর, কাশি, গলাব্যথা, অসহ্য হাতে যন্ত্রণা, গায়ে ব্যথা, ক্লান্তিবোধ এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তরুণ-তরুণী বা অল্প বয়সীদের মধ্যেই বেশির হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগক্ষেত্রেই দেখা যাচ্ছে করোনার কোনও একটি টিকা নেওয়ার পর ৫০ বছরের আশেপাশের ব্যক্তির গায়ে হালকা জ্বর হচ্ছে। অন্যদিকে ৭০ বছরের কাছাকাছি বয়সীদের সামান্য গায়ে ব্যথাটুকুও হয় না। পুরুষদের তুলনায় নারীরা যারা ৫০ বছরের নিচে, তাদের ক্ষেত্রে মাথা যন্ত্রণা, জ্বরের মতো উপসর্গ বেশি দেখা যাচ্ছে।

টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে গবেষকদের এমন বিরূপ ফলাফল নিয়ে প্রশ্ন জাগছে জনমনে। এর পরিপ্রেক্ষিতে যথাযথ কারণও ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। তারা জানাচ্ছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে। তাই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সাড়া দিতে দেরি হয় বয়স্কদের ক্ষেত্রে। ৭০ এর কাছাকাছি বয়সীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায়, টিকা নেওয়ার পর তাদের পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য দেখা দিচ্ছে। সামান্য ক্লান্তি, হাঁটুর ব্যথা, জ্বরের মতো উপসর্গ দেখা দিচ্ছে। অন্যদিকে ৫০ বছরের নিচে বয়সীদের শরীরে রোগ প্রতিরোধ শক্তি বেশি থাকায় টিকা নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় কাবু হচ্ছেন।

তবে এই পার্শ্বপ্রতিক্রিয়া সহজেই সারিয়ে উঠে। তাই আতঙ্কিত না হয়ে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Link copied!