• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

মাহিকে জুতাপেটার হুমকি, যুবককে শোকজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ০৮:০০ পিএম
মাহিকে জুতাপেটার হুমকি, যুবককে শোকজ
রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহিকে জুতাপেটা করার হুমকি দেওয়ায় মাহাবুর রহমান মাহাম নামের এক যুবককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) মাহাবুর রহমান মাহামকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন যুগ্ম জেলা ও দায়রা জজ, দ্বিতীয় আদালত এবং নির্বাচনী অনুসন্ধান কমিটি রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) চেয়ারম্যান আবু সাঈদ।

নোটিশে বুধবার সকাল সাড়ে ১০টায় অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীর হাজির হয়ে মাহামকে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মাহাবুর রহমান মাহাম তানোরের তালন্দের কালনা পূর্বপাড়ার মৃত ছদের আলীর ছেলে।

জানা গেছে, মাহাবুর রহমান মাহাম নামের ওই যুবক শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিওতে মাহিকে জুতা দেখিয়ে বলছেন, ‘আপনার মতো মাহিয়া মাহিকে, এই যে দেখছেন এই জুতা? এই জুতা দিয়ে, একদম জুতা দিয়ে পেটানো উচিত।’

এদিকে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছেন মাহি। তিনি বলেন, “আমাকে সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি দিয়েছে। তাই আমি থানায় একটা লিখিত অভিযোগ দিয়েছি।”

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, “হুমকির অভিযোগ পেয়েছি। আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!