• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

জায়েদ খান সদস্যপদ ফিরে পাবেন কি না, জানালেন ডিপজল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ১০:১৪ এএম
জায়েদ খান সদস্যপদ ফিরে পাবেন কি না, জানালেন ডিপজল
ডিপজল ও জায়েদ খান। ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়। সম্প্রতি সংগঠনটির ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটি জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিষয়ে কী ভাবছেন? এমন প্রশ্নের জবাবে ডিপজল সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন।

ডিপজল বলেন, সমিতি থেকে যাদের সদস্যপদ বাতিল করা হয়েছে, তাদের একজনকেও বাদ দেওয়া হবে না। বরং সবাইকে সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি নেওয়া হবে আরও নতুন সদস্য।

হাতের ঘড়ির দাম ২৬ লাখ : জায়েদ খান

জায়েদ খানের সদস্যপদ বাতিল হওয়া সম্পর্কে ডিপজল আরও বলেন, “ঠিক কী কারণে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে, তা আমার জানা নেই। তবে বাদ দেওয়াটা মনে হয় বেআইনি হয়েছে। সে আর্টিস্ট। বিষয়টি নিয়ে আমরা সভায় কথা বলব। সেখানে সবার পরামর্শ ও সম্মতিতে যে সিদ্ধান্ত হয় সেটা আমরা নেব।”

এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায়ী কমিটি গত ২ মার্চ জায়েদ খানের সদস্যপদ বাতিল করে।

Link copied!