নতুন পাঁচ নায়িকাকে নিয়ে মজেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। অনেকের প্রশ্ন এবার বিয়ে করছেন কোন নায়িকাকে।
সামাজিক মাধ্যম থেকে নেটিজেনরা জানাচ্ছেন হিরো আলম প্রেম করছেন। তার প্রেমিকার নাম ইতি। হতে পারে ইতিকে হিরো আলম এরইমধ্যে বিয়েও করে ফেলেছেন। কিন্তু বিষয়টিক নাকচ করে দিয়েছেন এই অভিনেতা।
বিয়ে নিয়ে রোববার (১৮ মে) হিরো আলম বলছেন, বিষয়টা মোটেও তেমন না। আমি নতুন উদ্যমে কাজ শুরু করেছি। আমার সঙ্গে পাঁচজন নতুন মেয়ে কাজ করছে। বলা যায় আমি পাঁচ নতুন নায়িকা নিয়ে কাজ শুরু করেছি। তাদের সঙ্গেই আমার নতুন জুটি গড়ে উঠেছে।
হিরো আলমের পাঁচজন নায়িকা হলেন, ইতি চৌধুরী, জুই, দিয়া মনি, তাকশির রয় ও নীলা।
তবে এই পাঁচজনের মধ্যে একজনকে হিরো আলম বিয়ে করবেন বলেও জানালেন এই আলোচিত- সমালোচিত নায়ক।
কাকে বিয়ে করবেন সেটা এখনই স্পষ্ট করছেন না হারো আলাম। তবে এ বিষয়ে সামাজিক মাধ্যমে হিরো আলম বললেন, আমি এদের মধ্যে একজনকে বিয়ে করবো। কিন্তু কাকে বিয়ে করবো এখনো ঠিক করিনি।
আমার ভক্তরা বলবে আমার সঙ্গে মানাবে সে রাজি হলে বিয়ে করবো।
সম্প্রতি স্ত্রী রিয়ামনির সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। এই নিয়ে রিয়া মনি ও হিরো আলম দুজনই সাংবাদিকদের ডেকে নিজেদের অভিযোগ শুনিয়েছেন।
মূলত হিরো আলমের সদ্য প্রয়াত বাবার পাশে রিয়া মনি ছিলেন না এমনই অভিযোগ ছিল, একই সঙ্গে অভিযোগ ছিল রিয়া মনি অন্য মডেলের সঙ্গে কাজ শুরু করেছেন। এরপর বিচ্ছেদের পথে হাঁটেন।
এদিকে আজ নতুন ঘোষণা দিলেন হিরো আলম, তিনি শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন।
কবে বিয়ে করবেন হিরো আলম জানতে চাইলে বলেন, কাজ শুরু করেছি। কাজগুলো প্রকাশ পাক। নতুন সিনেমার কাজও শুরু করবো। এরমধ্যে পাঁচ জনের সঙ্গে একাধিক মিউজিক ভিডিও প্রকাশ করবো। এরপর বিয়ে। একটু সময় লাগবে।