• ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২, ১৪ জ্বিলকদ, ১৪৪৪

১০ দিন টানা বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৯:৩০ এএম
১০ দিন টানা বৃষ্টির আভাস দিল আবহাওয়া অফিস
ছবি : সংগৃহীত

সোমবার (১২ মে) থেকে সারা দেশে তাপপ্রবাহ কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার রাতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। আবহাওয়া অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এখন কোনো ধরনের ঘূর্ণিঝড় কিংবা লঘুচাপের কোনো আশঙ্কা নেই।

কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস সারা দেশের মানুষ। কোথাও কোনো স্বস্তি নেই। ভোর কিংবা রাতেও গরমের তেজ কমছে না। টানা পাঁচ দিন ধরে এমন খরতাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। সেই অবস্থা কিছুটা কমে এসেছে। বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়।

চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল। কিন্তু বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। বৃহস্পতিবার বিস্তৃত হয়ে শুক্রবার ৪৫ জেলায়, শনিবার ৬২ জেলায়। রোববারও ছিল এই তাপপ্রবাহ। কিন্তু দুপুরের পর থেকে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে শুরু করে। সোমবার এর বিস্তৃতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রোববার দুপুরের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে থাকে। ময়মনসিংহ বিভাগের চার, সিলেট বিভাগের চার জেলা, কিশোরগঞ্জ, নরসিংদী, রাঙামাটি, কুমিল্লা, বাহ্মণবাড়িয়া ও পঞ্চগড়ে বৃষ্টি হয়েছে। এসব জেলায় বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ১০ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে। তবে কোনো ধরনের ঘূর্ণিঝড় কিংবা লঘুচাপের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এ ছাড়া মার্চ, এপ্রিল ও মে মাস প্রাকৃতিকভাবেই দূর্যোগপ্রবণ হাওয়ায় হালকা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

Link copied!