সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমা সাফল্যের পর ‘তাণ্ডব’ এর মধ্যদিয়ে মেগাস্টারকে নিয়ে ফের এক হলেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী।
আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব ও রাফীর নতুন এই সিনেমা ‘তাণ্ডব’।
রোববার (১৮ মে) বেলা ১২টায় প্রকাশ হলো সিনেমার দেড় মিনিটের ট্রেলার। এতে মুখোশের আড়ালে ভয়ঙ্কর এক শাকিব খানকে দেখা গেল। নিজের ফেসবুকে শাকিব ট্রেলার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এই ঈদুল আযহায় সবাইকে নিজ এলাকার প্রেক্ষাগৃহে অবস্থান নিতে বলা হয়েছে। তাণ্ডব আসছে . . . ।’
অ্যাকশন থ্রিলার ঘরানার ‘তাণ্ডব’ এর প্রযোজনায় রয়েছেন এসভিএফ, আলফা-আই ও চরকি। আসছে ঈদে মুক্তি পতে যাচ্ছে ‘তাণ্ডব’।