• ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ জ্বিলকদ, ১৪৪৪

ঘনিষ্ঠ দৃশ্যে অন্তর্বাস পরে শুটিং করতে অস্বীকার মাধুরীর, পরে যা হলো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০২:০২ পিএম
ঘনিষ্ঠ দৃশ্যে অন্তর্বাস পরে শুটিং করতে অস্বীকার মাধুরীর, পরে যা হলো
মাধুরী দীক্ষিত। ছবি: সংগৃহীত

সিনেমার গল্পের প্রয়োজনে অভিনয়শিল্পীদের বিভিন্ন দৃশ্যে অভিনয় করতে হয়। সেসব ক্ষেত্রে অভিনেতারা তা অবলীলায় করলেও অভিনেত্রীদের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়।

১৯৮৯ সালের একটি ছবিতে অমিতাভ বাচ্চানের সঙ্গে অভিনয় করার সময় অন্তর্বাস না পরায় পরিচালকের রোষানলে পড়তে হয়েছিল মাধুরী দীক্ষিতের।

সম্প্রতি অমিতাভ-মাধুরী অভিনীত বলিউড চলচ্চিত্র ‘শনাক্ত’ ছবির শুটিং সেটে ঘটে যাওয়া একটি ঘটনার কথা প্রকাশ করেছেন এই ছবির পরিচালক টিনু।

মাধুরী একটি ঘনিষ্ঠ দৃশ্যে অন্তর্বাস পরে শুটিং করতে অস্বীকার করেন। তখনই নায়িকার আপত্তিতে পরিচালক বিরক্ত হন। টিনু বলেন, চুক্তি স্বাক্ষরের সময় তার আপত্তির কথা জানাতে পারতেন, শুটিংয়ের দিন নয়।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মাধুরীকে পুরো দৃশ্যটি বর্ণনা করেছিলাম। বলেছিলাম তোমার ব্লাউজ খুলতে হবে। প্রথমবারের মতো আমরা তোমাকে অন্তর্বাস পরিহিত অবস্থায় দেখব। আমি কিছু গোপন করতে চাই না। ওই দৃশ্যের খুব গুরুত্বপূর্ণ। আমি এটি প্রথম দিনেই শুট করতে চাই। তিনি সম্মতি জানিয়েছিলেন।

এখানেই শেষ নয় টিনু যোগ করেন, আমি বলেছিলাম, তুমি তোমার অন্তর্বাস ডিজাইন করতে পার। যেটা তুমি চাও।

মাধুরী সেই দৃশ্যটি করতে অস্বীকার করেন। অভিনেত্রীর আপত্তির কারণে নির্মাতা টিনু রেগে গিয়েছিলেন। সেজন্য শুটিং বন্ধ করে দেওয়া হয়। সেট ছেড়ে চলে যেতে বলা হয়েছিল অভিনেত্রীকে।

মাধুরী টিনুকে জানিয়েছিলেন, তিনি ওই দৃশ্যে অভিনয় করতে চান না। তখন পরিচালক মাধুরীকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও কাজ হয় না। পরে অবশ্য এই ছবির শুটিং হয়েছিলেন। তবে ঘনিষ্ঠ দৃশ্য ছাড়াই শুটিং করতে হয়েছিল পরিচালককে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!