গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে ভেঙে পড়া গাছের ডালের নিচে চাপা পড়ে শাপলা বেগম (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীও গুরুতর আহত হয়েছেগাছন।
শনিবার (১৭ মে) রাতে উপজেলার রাখালবুরুল পীরপল বাজারে এ দুঘর্টনা ঘটে।
নিহত শাপলা বেগম রাখালবুরুজ ইউনিয়নের পীরপল গ্রামের খোকা মিয়ার স্ত্রী। তিনি ওই বাজারে চা বিক্রেতা ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হয়। ওই সময় শাপলা বেগম ও তার স্বামী খোকা নিজেদের দোকানে ছিলেন। হঠাৎ দোকানের পাশে থাকা বটগাছের একটি বড় ডাল চায়ের দোকানের টিনের চালার ওপর পড়ে। এ সময় গাছের ডালের নিচে পড়েন দুজনই। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করতে এসে দেখেন শাপলা বেগম মারা গেছেন। পরে খোকা মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।