কান উৎসবে আলো ছড়ালেন ‘টোয়াইলাইট’খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট।উৎসবের চতুর্থ দিন (১৬ মে) আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জনপ্রিয় এই হলিউড অভিনেত্রী।
এদিন উৎসবের শেষে ফেরার পথে ক্যামেরায় ধরা পড়েন এই অভিনেত্রী। এসময় তার পরনে ছিল একটি হালকা গোলাপি রঙের ক্লাসিক চ্যানেল-স্টাইলের টুইড টু-পিস সেট, যার উপরে হালকা জরির ঝিলিক যুক্ত ছিল।
সোনালী চুল ছিলো খোঁপায় বাঁধা, স্বচ্ছ কাপড়ের সাদা স্কার্ট তার লুকটিকে করে তুলেছিল আরও আত্মবিশ্বাসী, দৃষ্টিনন্দন ও অনন্য। তার গলায় থাকা নেকলেস ও হালকা রঙের সানগ্লাস পুরো সাজকে এনে দিয়েছিল এক সম্ভ্রান্ত ছোঁয়া।
এসময় ক্রিস্টেনের আত্মবিশ্বাসী হাঁটা এবং ক্যামেরার দিকে তাকিয়ে মাঝে মাঝে হালকা হাসি ছুঁড়ে দেয়া, প্রমাণ করে যে তিনি ঠিক জানেন কীভাবে উৎসবের আলো নিজের দিকে নিয়ে আসতে হয়, ছড়িয়ে দিতে হয় আনন্দ।
ক্রিস্টেনের এবারের কান-সফর নির্মাতা হিসেবে! তাও আবার প্রথম সিনেমা নিয়ে তার এই সূচনা।
৩৫ বছর বয়সী এই অভিনেত্রী লিডিয়া ইউকনাভিচের ২০১১ সালের স্মৃতিকথা ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক করেছেন নিজেকে।
১৬ মে কান চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়েছে। মিলেছে মুহুর্মুহু করতালি। অনুমান করা যাচ্ছে, অভিনয়ের মতো নির্মাণেও দারুণ সাড়া ফেলবেন ‘টোয়াইলাইট’গার্ল।
অভিনেত্রী থেকে পরিচালক হিসেবে অভিষিক্ত হওয়া ক্রিস্টেন স্টুয়ার্টের হলিউডে ২০ বছরেরও বেশি সময় ধরে বিশাল ও বৈচিত্র্যময় ক্যারিয়ার রচিত হয়েছে।
তিনি ‘প্যানিক রুম’র মতো ছবিতে এবং ‘দ্য টোয়াইলাইট’ ফ্র্যাঞ্চাইজিতে বেলা সোয়ান চরিত্রে অভিনয় করে গোটা বিশ্বকে মুগ্ধ করেন।
২০১৯ সালের ‘চার্লিস অ্যাঞ্জেলস’-এর মতো বড় ব্লকবাস্টার ছবিতে অভিনয়ের পর থেকে এবং ‘ক্লাউডস অব সিলস মারিয়া’ এবং ‘ক্রাইমস অব দ্য ফিউচার’-এর মাধ্যমে ইন্ডিফিল্ম জগতে ঝড় তুলেছিলেন। বলেছেন ট্রাম্প প্রশাসন কীভাবে চলচ্চিত্র শিল্পকে বদলে দিচ্ছে, পরিচালক হওয়ার স্বপ্ন কখন শুরু হয়েছিল, পরিচালকের চেয়ারে প্রথমবারের মতো ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ পরিচালনা করতে কেন চেয়েছিলেন এবং ভুল করা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’-এমন বিশ্বাস সম্পর্কে কথা বলেছেন মনখুলে।
ফ্রান্সের কানসৈকতে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ১৩ মে, শেষ হবে ২৪ মে।