চাঁদপুর পৌরসভার একটি ড্রেনের ভেতর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মা-ছেলেসহ তিন পথচারী আহত হয়েছেন।
রোববার (১৮ মে) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় কদমতলা পৌরসভার কমিউনিটি হলের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন— শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদের স্ত্রী তন্নী আক্তার (৩৫), ছেলে রোহান (৮) এবং অপরজন একই এলাকার মো. হান্নানের ছেলে মো. রাহিম (৮)। ওই দুই শিশু এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদ্রাসার ইকরা বিভাগের ছাত্র।
স্থানীয় বাসিন্দারা বলেন, মাদ্রাসা ছুটির পর তন্নী তার ছেলে রোহান এবং রাহিমকে নিয়ে ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পৌরসভার ড্রেনে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে তারা তিনজনই আহত হন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল বলেন, “আহত মা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অপর আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ঘটনাটি কী কারণে হয়েছে। তা তদন্ত করা হচ্ছে।
চাঁদপুর ফায়ার সার্ভিস উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এতে তিন পথচারী আহত হন। এটি একটি ময়লা নিষ্কাশনের ড্রেন। তার পাশেই রয়েছে এসবি খাল। ড্রেনের ময়লাগুলো ওই খালে গিয়ে পড়ে। এই ড্রেনেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের স্থানে দুটি আলাদা পাইপলাইনও রয়েছে। তবে এগুলো কীসের পাইপ তা এখন বলা যাচ্ছে না। বায়োগ্যাস, ড্রেন মিথেন গ্যাস কিংবা মানুষের রান্নাবান্না করার গ্যাস বিস্ফোরিত হয়েছে কিনা এখনো বলা যাচ্ছে না। তদন্ত করে পরে জানিয়ে দেওয়া হবে।