বাংলা টিভি নাটক, সিনেমা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সমানতালে সাফল্যের সঙ্গে কাজ করছেন দীপান্বিতা মার্টিন। মঞ্চ থেকে অভিনয়ের যাত্রা শুরু হলেও এখন বিনোদনের প্রতিটি প্রাঙ্গণে সরব উপস্থিতি তার। অভিনয়ের পাশাপাশি ফুটবলেও আগ্রহী তিনি। ফিফা বিশ্বকাপে অভিনেত্রীর পছন্দের দল অর্জেন্টিনা।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফুটবল নিয়ে নিজের অনুভূতির কথা বলেন এ অভিনেত্রী। ফুটবলের জাদুকর ম্যারাডোনাকে ভালোবেসে আর্জেন্টিনার ডাই হার্ড ফ্যান হয়েছেন তিনি। শৈশবে বিশ্বকাপের স্মৃতি মনে করে দীপন্বিতা বলেন, “বাসার ছাদে পতাকা লাগাতাম। আমার কাছে ম্যারাডোনার পেপার কাটিংয়ের দুটো নোটবুক ছিল। বাসায় সাধারণত একটা পত্রিকা রাখা হতো। কিন্তু ম্যারাডোনার অন্যান্য ছবি যাতে পাওয়া যায়, তার জন্য আমি আলাদা পত্রিকাও কিনতাম। এতে একই দিনে আমি ম্যারাডোনার আলাদা ছবি পেতাম আর সেগুলো কেটে আমার নোটবুকে পেস্ট করে ফেলতাম।”
দীপান্বিতা বলেন, “আমি আর্জেন্টিনার সাপোর্টার। আমার প্রিয় দল আর্জেন্টিনা, তারাই এবারের বিশ্বকাপ জিতুক এটা চাই। আমি চাই না অন্যরা জিতে যাক। বিশ্বকাপে আমার কোনো সেকেন্ড চয়েস নেই। আমি আর্জেন্টিনার ডাই হার্ড ফ্যান।”
বিশ্বকাপ কীভাবে দেখার পরিকল্পনা? এমন প্রশ্নে জবাবে এই অভিনেত্রী বলেন, “সব বন্ধু মিলে প্রজেক্টরে খেলা দেখব। আমাদের বন্ধুদের মধ্যেই কারো বাসায় সবাই মিলে দেখব। এমনই ভাবনা আমার এখনো।”