গুঞ্জন সত্য করে প্রেমিকাকে বিয়ে করেছেন বলিউড অভিনেতা, নির্মাতা-প্রযোজক আরবাজ খান। রোববার (২৪ ডিসেম্বর) বোন অর্পিতা খান শর্মার বাড়িতে বসেছিল এই বিয়ের আসর। ইসলামি রীতিনীতি মেনেই হয়েছে বিয়ে। যেখানে উপস্থিত ছিলেন ভাই সালমান খানসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা। খবর হিন্দুস্তান টাইমস।
এদিকে বিয়ের জমকালো আয়োজনে আনন্দের কমতি ছিল না। ভাইয়ের বিয়েতে উল্লাসে নেচেছেন সালমান খান। ‘দাবাং’ সিনেমার জনপ্রিয় গান ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’-এর তালে নেচেছেন বলিউড ভাইজান। এছাড়া আরবাজ খানের পুত্র আরহান খানও ছিলেন বেশ উচ্ছ্বসিত। তাই গিটার হাতে নিয়ে বাজিয়েছেন বাবার নতুন বিয়েতে। যা এখন সামাজিক মাধ্যমের ট্রেন্ডিং-এ।
বিয়েতে উপস্থিত ছিলেন সেলিম খান, সুশীলা খান। এছাড়াও রাবিনা ট্যান্ডন ও তার মেয়ে রাশা, রিদ্ধিমা পণ্ডিত, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ছিলেন আরবাজ-শুরার বিয়েতে।
এর আগে আরবাজ খান বিয়ে করেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী মালাইকা আরোরাকে। ১৯৯৮ সালে তাদের বিয়ে হয়। দীর্ঘ ১৮ বছরের সংসারে তারা ইতি টানেন ২০১৬ সালে। তবে কাগজপত্রে বিচ্ছেদ হয় ২০১৭ সালে। এই সংসারের পুত্র আরহান খান।

-20231225030058.jpg)

































