নির্বাচনে অংশ নিচ্ছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩, ১১:৩৪ এএম
নির্বাচনে অংশ নিচ্ছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী
সংগীতশিল্পী ডলি সায়ন্তনী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএম থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। সোমবার (২৭ নভেম্বর) বিকেলে বিএনএমের গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। রাতে বিএনএমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ডলি সায়ন্তনী ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের দুইবারের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, তরুণ উদ্যোক্তা ও বাংলাদেশ-জাপান চেম্বারের সদস্যসহ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ও বিভিন্ন দল থেকে বেশ কয়েকজন নেতাকর্মী বিএনএমে যোগ দেন। 

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মহাসচিব ও দলীয় মুখপাত্র ড. মো. শাহ্জাহান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফরের হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগদান করেন তারা। ডলি সায়ন্তিনী বিএনএমে যোগ দিয়ে পাবনা-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

নতুন দলে যোগ দিয়ে ডলি সায়ন্তনী সংবাদমাধ্যমকে বলেন, “পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই।”

এর আগে গত ১০ আগস্ট নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বিএনএম। দলটির প্রতীক হচ্ছে নোঙর। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!