• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন বাপ্পা মজুমদার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৩, ০৭:০৮ পিএম
টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন বাপ্পা মজুমদার

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার কলকাতা থেকে বাংলা সংগীতে অবদানের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন। অ্যাওয়ার্ড প্রাপ্তির কথা বাপ্পা মজুমদার নিজেই নিশ্চিত করেছেন।

এ নিয়ে বাপ্পা মজুমদার তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের সবার ভালোবাসায়, বাংলা মিউজিকে বিশেষ অবদানের জন্য, আমি ২০তম টেলিসিনে এওয়ার্ডস ২০২৩ প্রাপ্ত হয়েছি। গতকাল (৪ জুন) কলকাতা নজরুল মঞ্চে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে আমাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।

বাপ্পা মজুমদার আরও লেখেন, আমি কৃতজ্ঞতা জানাই, জুরি বোর্ড এবং এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি। সেই সাথে আমার সকল শ্রোতা ও শুভানুধ্যায়ীদের জন্য রইলো প্রাণঢালা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন।

Link copied!