স্ত্রী গৌরী খানের কফি টেবিল বুক ‘মাই লাইফ ইন ডিজাইন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করতে গিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অনুষ্ঠানে গৌরীর প্রশংসা করতে গিয়ে স্ত্রীর ভুল বয়স বলে ফেলেন শাহরুখ। ভুল তথ্য দিতেই গৌরীর ধমক খেলেন জনপ্রিয় এই তারকা।
হিন্দুস্তান টাইমসের সূত্রমতে, গৌরী খানের লেখা কফি টেবিল বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শাহরুখ বলেন, সৃজনশীলতার কোনো বয়স হয় না। যেকোনো বয়সে কাজ শুরু করতে পারেন। যেমন গৌরী ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন ৪০ বছর বয়সে। শাহরুখের মুখে এমন কথা শোনার পরই স্বামীর দিকে তাকালেন গৌরী। হঠাৎ কী এমন হলো! আসলে শাহরুখ নিজের স্ত্রীর বয়স ভুলে গিয়েছেন। এ সময় স্বামীকে একটু ধমকই দিয়ে বসলেন গৌরী।
পরিস্থিতি সামাল দিতে শাহরুখ বলেন, “ওহ নো! গৌরীর বয়স এখন সবে ৩৭। আমাদের পরিবারে এখন সবার বয়সই ক্রমাগত পিছিয়ে যাচ্ছে।” শাহরুখের কাণ্ডে তখন হাসির রোল পড়ে যায়। কিশোর বয়স থেকে একে অপরকে চেনেন শাহরুখ ও গৌরী। সেই ছোট বয়স থেকেই বন্ধুত্ব, প্রেম। দুজনে যখন গাঁটছড়া বাঁধেন, তখন শাহরুখের বয়স ২৫, গৌরী ২১ বছর বয়সের তরুণী। বিয়ের ৩২ বছর পর মানুষ হিসেবেও অনেক পরিণত তারা। সম্পর্ক পোক্ত যেমন হয়েছে, তেমনই বদলেছে সমীকরণও।
এ সময় স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ শাহরুখ বলেন, “ওর রুচি ও শিল্পবোধ সম্পর্কে আমার পুরো আস্থা ছিল বলেই মান্নাতের সাজসজ্জার দায়িত্ব তাকে নিতে বলেছিলাম নির্দ্বিধায়।”
সম্প্রতি ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন বলিউড তারকা শাহরুখ খান। সিনেমাটি এখন হিন্দি সিনেমার দুনিয়ায় সবচেয়ে বড় ব্লকব্লাস্টার। বর্তমানে জনপ্রিয় তামিল পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। জানা গেছে, চলতি বছর জুনে মুক্তি পাবে সিনেমাটি।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



































