• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

“তুমি সবসময় আমাদের গর্বিত করেছ ”


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ০৫:২৮ পিএম
“তুমি সবসময় আমাদের গর্বিত করেছ ”

ক্রিকেট ছাড়া বিশ্বে সবচেয়ে বেশি গর্বের আর কি কিছু আছে বাংলাদেশের? এর উত্তর অবশ্য “হ্যা” বেশিরভাগ মানুষের কাছে। সেই ক্রিকেটে সোমবার (৬ মার্চ) নতুন কীর্তি গড়েছেন বাংলাদেশের বিশ্ব কাঁপানো অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ম্যাচেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগারদের টেস্ট অধিনায়ক ভাসছেন অজস্র শুভেচ্ছা বার্তায়। সেই তালিকায় সামিল হয়েছেন শোবিজের নক্ষত্ররাও। সোমবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় সাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

তিনি লিখেছেন, “অভিনন্দন সাকিব আল হাসান। প্রথম বাংলাদেশি, যিনি ওয়ানডেতে ৩০০ উইকেট পেয়েছেন। তুমি সবসময় আমাদের গর্বিত করেছো। জয় বাংলা।”

এভাবে নিজের ভাল লাগার ক্রিকেটারকে উজ্জীবিত করেছেন সুর্বণা মুস্তাফা।

Link copied!