অভিনেত্রী আরও বলেন, সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে আমার বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক। আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটিয়েছি মা–বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা–বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।
তবে কবে বিয়ে করবেন সে নিয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। বিষয়টি সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেন কেয়া। তার কথায়, বিয়ের ক্ষেত্রে তিনি শুধু সৃষ্টিকর্তার ওপরই ভরসা রাখতে চান।
সম্প্রতি মুক্তি পেয়েছে কেয়া পায়েল অভিনীত ‘তুমি আমার বউ’ নামের একটি নাটক। বেশ প্রশংসা কুড়াচ্ছে। এ ছাড়া প্রচারিত হচ্ছে অভিনেত্রীর ‘এটা আমাদেরই গল্প’ নামের ধারাবাহিক।






























