• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিয়ের পরেরদিনই স্বামীকে নিয়ে ওমরায় গেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৩:২৩ পিএম
বিয়ের পরেরদিনই স্বামীকে নিয়ে ওমরায় গেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা

ঢাকাই সিনেমার অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান বিয়ে করেছেন। তার বরের নাম রাকিবুল হাসান, যিনি পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী। গত ৯ নভেম্বর পুরান ঢাকায় পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের পরের দিনই নবদম্পতি ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি দেন। আগামী ২৩ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের।

প্রিয়াঙ্কা জামান, “রাকিব আমার দেখা স্বপ্নের মানুষ”।

বিয়ের অনুভূতি জানিয়ে প্রিয়াঙ্কা বলেন, “রাকিবের সঙ্গে পরিচয় খুব বেশি দিনের নয়। অল্প সময়ে তাকে জানার চেষ্টা করেছি—সে কেমন মানুষ, তার মানসিকতা কেমন, ভবিষ্যতে আমাকে কতটা আগলে রাখতে পারবে। সবদিক বিবেচনা করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বিগত দিনে যেমন একজন মানুষকে জীবনে চেয়েছি, রাকিব ঠিক তেমন।”

তিনি আরও বলেন, “নারী জীবনের সবচেয়ে বড় স্বপ্ন একজন ভালো মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া। রাকিব ঠিক তেমনই। সে খুব বিনয়ী, যত্নশীল। ওমরাহ পালন শেষে দেশে ফিরে জানুয়ারিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

রাকিব বলেন, “একটি অনুষ্ঠানে প্রথম প্রিয়াঙ্কাকে দেখি, প্রথম দেখাতেই ভালো লেগেছিল। দু–তিনবার দেখা হওয়ার পর প্রেমে না গিয়ে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিই। পরে দুই পরিবারের সম্মতিতেই বিয়েটা সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি খুব খুশি।”

প্রিয়াঙ্কা জামান বর্তমানে ছোট ও বড় পর্দায় নিয়মিত কাজ করছেন। তার অভিনীত দুটি ধারাবাহিক নাটক বর্তমানে প্রচারিত হচ্ছে। সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’–এ তার অভিনয় প্রশংসিত হয়। মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরও কয়েকটি চলচ্চিত্র—‘কী করে বলব তোমায়’, ‘যন্ত্রণা’ ও ‘তবুও প্রেম দামি’।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!