• ঢাকা
  • সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২, ২৮ রবিউস সানি ১৪৪৭

গুরুতর অসদাচরণের দায়ে চাকরি হারালেন উপস্থাপিকা সমৃদ্ধি তাবাসসুম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৩:০৯ পিএম
গুরুতর অসদাচরণের দায়ে চাকরি হারালেন উপস্থাপিকা সমৃদ্ধি তাবাসসুম

বেসরকারি টেলিভিশন একুশে টিভির একটি পডকাস্ট অনুষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে উপস্থাপক সমৃদ্ধি তাবাসসুমকে। এক ফেসবুক পোস্টের মাধ্যমে টেলিভিশন কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে। এই উপস্থাপিকার বিরুদ্ধে অভিযোগকে ‘গুরুতর’ হিসেবে উল্লেখ করেছে টেলিভিশন চ্যানেলটি।
 
সোমবার দুপুরে একুশে টিভির অফিশিয়াল ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘‘গুরুতর অসদাচরণের দায়ে সমৃদ্ধি তাবাসসুমকে জনপ্রিয় পডকাস্ট 'আয়না' থেকে অব্যাহতি দিয়েছে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ।’’

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভির একটি অনুষ্ঠানের মাধ্যমে পরিচিতি পান সমৃদ্ধি তাবাসসুম। এখন তিনি বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!