• ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

চমক দিয়ে মাহিকে নিয়ে বড় সুখবর দিলেন সাবেক প্রেমিক আব্দুল আজিজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৯:৫৮ এএম
চমক দিয়ে মাহিকে নিয়ে বড় সুখবর দিলেন সাবেক প্রেমিক আব্দুল আজিজ

ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে ধারাবাহিক ব্যর্থতার দায় নিয়ে গত জুনে অনেকটা চুপিসারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরমধ্যে সেখানে থিতু হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

অথচ তাকে নিয়ে সিনেমা ঘোষণা দিয়ে রীতিমতো চমকে দিয়েছে জাজ মাল্টিমিডিয়া, তথা মাহির সাবেক প্রেমিক আব্দুল আজিজ।

১৫ অক্টোবর জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দিয়েছে মাহিকে নিয়ে তারা নির্মাণ করতে যাচ্ছে ‘অন্তর্যামী’ নামের সিনেমা। পরিচালনা করবেন সৈকত নাসির। এতে কোনও নায়ক থাকছে না। মূল গল্পটি মাহি ও একজন শিশুশিল্পীকে ঘিরে।

প্রযোজক আব্দুল আজিজ বলেন, “অগ্নি ২’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে ‘অন্তর্যামী’-এর গল্প। পুরো সিনেমাটিই মাহি ও ৯ বছর বয়সী একটি শিশুকে কেন্দ্র করে। এটা হবে সারভাইভাল গল্প, এতে ‘অগ্নি’র চেয়েও ভয়ংকর অ্যাকশন থাকবে। আগামী বছরের শুরুতে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু করবো এবং সে বছরই প্রেক্ষাগৃহে মুক্তি দেবো।”

সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।

বলা দরকার, মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ছবিতে শাকিব খানের মায়ের চরিত্রে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!