• ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

ছেলের মন্তব্যে চমকে মালাইকা: ‘তুমি এমন নাচতে পারো না, মা!’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৩:০৫ পিএম
ছেলের মন্তব্যে চমকে মালাইকা: ‘তুমি এমন নাচতে পারো না, মা!’

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে মালাইকা আরোরা অভিনীত নতুন আইটেম গান ‘পয়জন বেবি’। ‘থাম্মা’ ছবির এই গানে তার ঝলমলে উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের। তবে প্রশংসার এই ঢেউয়ের মাঝেই একটু মজা করেই সমালোচনার তীর ছুড়েছেন মালাইকার ছেলে আরহান খান।

এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছেন, “আমার ছেলে গানটা দেখে সরাসরি বলেছে— ‘তুমি এমনভাবে নাচতে পারো না!’”
অভিনেত্রী অবশ্য হেসেই উড়িয়ে দিয়েছেন বিষয়টি। জানিয়েছেন, আরহান মায়ের সবচেয়ে বড় সমালোচক এবং একই সঙ্গে সবচেয়ে বড় সমর্থকও। “ও সব সময় মজা করেই এমন কথা বলে,” যোগ করেন মালাইকা।

অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের সময়ও ছেলেকে নিয়ে নানা আলোচনা হয়েছিল। সমাজমাধ্যমের সমালোচনার মুখেও মা-ছেলের সম্পর্ক ছিল অটুট। মালাইকা আগেই জানিয়েছেন, সেই সময় অনেক কথা শুনতে হলেও ছেলে সবসময় তার পাশে থেকেছে।

মালাইকার ভাষায়, “আরহানও দুর্দান্ত নাচে। আমরা দুজন বাড়িতে ‘মুন্নি বদনাম হুই’ গানে একসঙ্গে নাচি। ওর মধ্যে আমার নাচের স্পিরিটটা পুরোপুরি আছে— এটা আমার কাছে গর্বের বিষয়।”

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!