• ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২,
  • ৬ রবিউস সানি ১৪৪৭
পারসা ইভানাকে পাভেল

‘তোকে দেখতে রাখি সাওয়ন্তের মতো লাগে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৭:৫৩ পিএম
‘তোকে দেখতে রাখি সাওয়ন্তের মতো লাগে’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা আবারও ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। রোববার দুপুরে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ক্যাপশনে মজার ছলে লেখেন— ‘এটা কী বললো!’

ভিডিওতে দেখা যায় অভিনেতা সাইদুর রহমান পাভেলকে। তিনি ইভানাকে উদ্দেশ করে বলেন—
 ‘আলিয়া ভাটকে আমার কখনোই ভালো লাগে না। তোর চেহারার সঙ্গেও ওর কোনো মিল নেই। তবে তোকে দেখতে রাখি সাওয়ন্তের মতো।’

এই সংলাপ প্রকাশের পর মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের মধ্যে শুরু হয় হাস্যরস আর কৌতুক। কেউ লিখেছেন— ‘পারসা = রাখি সাওয়ন্ত, তবে আরও কিউট।’ আবার কেউ মজা করে মন্তব্য করেন— ‘এবার হয়তো রাখি সাওয়ন্তকেও পারসা ইভানার নাম শুনতে হবে!’

শুধু ঠাট্টা-তামাশাই নয়, অনেকেই দুই তারকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন— ‘এই জুটি অসাধারণ, সব সময় এভাবেই আনন্দে থাকুন।’

তবে ভিডিও ভাইরাল হলেও পারসা ইভানা এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। ভক্তদের মন্তব্য, ক্যাপশন আর ভিডিও মিলিয়ে বিষয়টি এখন যেন পুরোপুরি বিনোদনের খোরাক হয়ে উঠেছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!