• ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

একই সময়ে দুজনের সঙ্গে ডেট কোরো না, সুহানাকে গৌরী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:১৬ এএম
একই সময়ে দুজনের সঙ্গে ডেট কোরো না, সুহানাকে গৌরী

বলিউড তারকাদের অভিনয় ও সাজপোশাকের মতোই ভক্তদের আগ্রহ থাকে তাদের ব্যক্তিগত জীবনে। বিশেষ করে জেন-জি তারকাদের প্রেমের গুঞ্জন ভক্তদের কাছে সবসময়ই আলোচনার বিষয়। তবে এ নিয়ে তাদের মায়েরা কী ভাবেন? শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের এক পুরনো মন্তব্য আবারও ভাইরাল।

জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর এক পর্বে গৌরী হাজির হয়েছিলেন মহীপ কাপুর ও ভাবনা পাণ্ডেকে নিয়ে। তিন বলিউড ‘ওয়াইভস’ মিলে মজার আড্ডা জমিয়ে তুলেছিলেন। শো-এর সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল যখন করণ জোহর গৌরীকে প্রশ্ন করলেন—মেয়ে সুহানাকে তিনি কী ডেটিং পরামর্শ দেন?

হাসিমুখে গৌরীর উত্তর, ‘একই সময়ে দুজন ছেলের সঙ্গে ডেট কোরো না।’

করণ এরপর ছেলেকে (আরিয়ান) নিয়ে প্রশ্ন করলে গৌরী আরও খোলামেলা জবাব দেন, ‘বিয়ের আগে যত খুশি মেয়ের সঙ্গে ডেট করো, কিন্তু বিয়ের পর ফুল স্টপ।’

এই খোলামেলা মন্তব্য শুনে শো-তে হাসির রোল পড়ে যায়।

ওটিটির পর এবার বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সুহানা খান। শোনা যাচ্ছে, তিনি বাবার সঙ্গে অভিনয় করবেন ‘কিং’ ছবিতে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে শাহরুখকে দেখা যাবে এক অভিজ্ঞ খুনির চরিত্রে, যিনি নিজের শিষ্যকে প্রশিক্ষণ দেন। আর সেই শিষ্যের ভূমিকায় থাকবেন সুহানা।

এই ছবিতে আরও থাকবেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, অভয় ভার্মা এবং রাঘব জুয়াল। ২০২৬ সালে মুক্তির লক্ষ্যে ছবিটির শুটিং চলছে জোরকদমে।

শাহরুখ–সুহানা জুটিকে প্রথমবারের মতো বড় পর্দায় দেখার অপেক্ষায় এখন বলিউডপ্রেমীরা।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!