• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

সংবাদকর্মী মারধরের ঘটনায় জাবিসাসের নিন্দা


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২২, ০৭:৫৮ পিএম
সংবাদকর্মী মারধরের ঘটনায় জাবিসাসের নিন্দা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে মধ্যরাতে সংবাদকর্মীকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

বুধবার (৩ আগস্ট) জাবিসাসের দপ্তর ও প্রকাশনা সম্পাদক ফারুক হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সদস্য আল আমিন হোসাইন রুবেলকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাবিসাসের সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আলকামা আজাদ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

বুধবার এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।

মঙ্গলবার রাত ১১টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের গেস্টরুমে ক্যারিয়ারটাইমস টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল আমিন হোসাইন রুবেলকে ডেকে নিয়ে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন কর্মী। নির্যাতনের এক পর্যায়ে রুবেলের মোবাইল ফোন তল্লাশির চেষ্টা করেন তারা। রুবেল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের ৪৯তম ব্যাচের (দ্বিতীয় বর্ষ) শিক্ষার্থী।

 

Link copied!