• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

বইয়ের রং ভিন্ন হলেও তা নিউজপ্রিন্ট নয় : শিক্ষামন্ত্রী


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০৪:৩৭ পিএম
বইয়ের রং ভিন্ন হলেও তা নিউজপ্রিন্ট নয় : শিক্ষামন্ত্রী

এ বছর ছাপানো বইয়ের কাগজের রং কিছুটা ভিন্ন হলেও তা নিউজপ্রিন্ট নয় বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পে নিবন্ধিত জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ শেষে তিনি এ কথা জানান।

দীপু মনি বলেন, “ছাপানো কাগজ অনেক বেশি সাদা হলে তা চোখের জন্য তত ভালো নয়। আমাদের দেশে সবাই মনে করে বই যত বেশি সাদা হবে, তত বেশি ভালো। কিন্তু তা সঠিক নয়। আমাদের বইয়ের কাগজের উজ্জ্বলতা কিছুটা কম হলেও তা নিউজপ্রিন্ট নয়।”

শিক্ষার্থীদের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, “একজন শিক্ষার্থী একটি বই মাত্র এক বছর পড়ে। তাই এ বই নিয়ে বড় ধরনের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। যেকোনো কিছু হলে আমাদের গেল গেল করে একটি রব উঠে যায়। কিন্তু সেটা কেন হলো, তা বিচার-বিশ্লেষণ করে কেন করতে হলো বা কোথায় সমস্যা হলো, সেগুলো নিয়ে কেউ কোনো মাথা ঘামায় না।”

তিনি আরও বলেন, “এ বছর সেকেন্ডারি পাল্প ছাড়া কোনো পাল্প দেশে ছিল না। বিদেশ থেকেও কাগজ আনার সুযোগ ছিল না। আমাদের কাছে সেকেন্ডারি পাল্প ছিল তা দিয়েই বই ছাপাতে হয়েছে। আর সেটাতে বইয়ের মান একেবারেই খুব খারাপ হওয়ার কথা নয়। এ কাগজে উজ্জ্বলতা কিছুটা কম হবে।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!