• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
এইচএসসির উত্তরপত্র চ্যালেঞ্জ

যশোর বোর্ডে ২৬৪ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৩৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ১২:৫৩ পিএম
যশোর বোর্ডে ২৬৪ জনের ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৩৬
ছবি: সংগৃহীত

যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। এই বোর্ডে ২৬৪ জনের ফল পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে এ ফল প্রকাশ করা হয়।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, যশোর বোর্ডে ২৬৪ জনের মধ্যে ফেল থেকে পাস করেছে ৩৬ জন। আর নতুন করে ৪২ জন জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে দুজন ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

যশোর বোর্ডের উত্তরপত্রের চ্যালেঞ্জের ফল দেখতে এই লিংকে ক্লিক করুন। 

Link copied!