• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা


সাভার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০২:০২ পিএম
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা

সাভারের আশুলিয়ায় পোশাক খাতের শ্রমিকদের ন্যুনতম মজুরি বৃদ্ধির চলমান আন্দোলনের মধ্যে সড়কে নেমে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (৮ নভেম্বর) সকালে  দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় এই শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

পরে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে ও টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি শান্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শ্রমিকরা জানান, ন্যায্য মজুরি দাবিতে পোশাক শ্রমিকরা কয়েক দিন টানা আন্দোলন করে আসছে। গতকাল মজুরি ঘোষণা করলে তা তাদের দাবির তুলনায় অনেক কম। ওই ঘোষণা শ্রমিকরা প্রত্যাখান করে আজ সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের বাধা দেওয়া হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম জানান, দুপুরে খাবারের বিরতির সময় রাস্তায় অবস্থান নিয়েছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি, শিল্পপুলিশ ও আনসার বাহিনী মোতায়েন রয়েছে।

Link copied!