• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০৬:১২ পিএম
হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে নিলা ওরফে কনা (২৯) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত নিলা ওরফে কনা চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বড়বাগডাঙ্গা গিধনীপাড়া গ্রামের মজিবুরের মেয়ে।

সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৩ আগস্ট রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রাজশাহী-ঢাকা মহাসড়কের বশিরের ঘরের সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসে তল্লাশির সময় বাসযাত্রী নিলা ওরফে কনার ব্যাগের মধ্যে থেকে ১৪৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ সময় নিলা ওরফে কনাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা করেন। মামলা চলাকালে ৮ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন আদালত। স্বাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার আদালত নিলা ওরফে কনাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

Link copied!