• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৪:৪৬ পিএম
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে রহুল আমিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। রহুল আমিন ওই গ্রামের তহিজ উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩৫ বছর আগে রুহুল আমিনের সঙ্গে একই উপজেলার মহেড়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে বেদেনার বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতেও ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বুধবার ভোরে রুহুল আমিন ছুরি দিয়ে বেদেনার বুকে আঘাত করেন। এ সময় তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা এসে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে রুহুল আমিন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Link copied!